তুমি আমার কৃষ্ণচূঁড়া, জলে ফোটা পদ্মফুল,
তুমি আমার আকাশের চাঁদ, নাই সে চাঁদের তুল।।
কুয়াশার ওই সকাল তুমি, তুমি শিশির কণা ,
তুমি ভরা ফাগুন আমার, তুমি জোছনা।
পিঠের মাঝে পড়ে লুটায় তোমার দীঘল ভেজা চুল।।
চোখে তোমার সুরমা প্রিয়ে যেন মেঘের কাজল আঁকা,
বুকে তোমার ভরা যৌবন, মুখে মধু মাখা।
চলার পথে দেখলে তোমায় করবে পথিক ভুল।।