নদীর কূলে বসে আছি একলা একা প্রাণ পাখি,
আসবে বলে সেই আশাতে পথের পানে চেয়ে থাকি।।


  মেঘের পানে চাতক প্রায়
   চেয়ে থাকে যেমন তায়
তেমনি আমি তোমার আশায়
প্রহরগুনি সারাবেলা,
গাঙে ভাসে রঙিন ভেলা
আনমনে তাই গাঙের ওপার চেয়ে আছি উদাস আঁখি।।


  কাশবনের ওই সাদা ফুলে,
  মন হারিয়ে যায়  বেভুলে,
বসে আছি নদীর কূলে
সময় তবু কাটতে চায় না
পাখি রে তুই চলে আয় না
রবি যে ওই ডুবলো আকাশ আসবে কি মোর প্রাণের রাখী।।