গায়ের বরণ কালো মেয়ে কাজল কালো আঁখি,
বুকের খাঁচায় নিত্য তোমায় যতন কইরা রাখি।


দীঘল কালো কেশ তোমার নধরকান্তি দেহ,
মোর পরানে বাইন্ধাছি তোমার লাগি গেহ।
সেই ঘরে তুই থাকবি সখি সারা জনম ভর,
আদর কইরা রাখমু তোরে সারাটি বছর।
হৃদয় খাঁচায় পুষব তোমায় খুব যতনে পাখি ।।  


চোখ দুখানি ডাগর ডাগর যেন বন-হরিণী,
আমার হৃদয় করলে হরণ ওগো মনোহারিণী।
তোমার দুটি  মাতাল চোখে আমি মাতাল কবি,
বুকের গহীন রাখছি এঁকে তোমার কালো ছবি।
তোমার কাজল কালো চোখে হেরি হাজার স্বপ্ন রাখী। ।


তোমার চোখের নেশায় আমি, আমি নেশাগ্রস্ত
তোমায় আমি ভালোবাসি বলছি প্রিয় সত্য।
তোর হাসিতে চান্দের গায়ে লাগে যে গ্রহন,
সে হাসিরও জাদুতে ভুলে আমার মন।।


তোমার দুটি কালো ঠোঁটে লাগে ভীষণ মায়া,
তোর হাসিতে ফুটে বনে জুঁই-চামেলি- কেয়া।
তোমার গলার সুর যেন ওই বনের কোকিল- শ্যামা,
সেই সুরেরি জাদুতে মন  মাতোয়ারা রমা।
কৃষ্ণকলি তোমার ছবি রাখব বুকে আঁকি।।