একদিন থাকবে না চলে যাবে সুদূরে
এ কথাটা মনে ভাবতেই,
বুকের ওই গহীনের সেই পোষা দুঃখটা
কিছুতে চায় না যে ছাড়তেই।  
  
আরো তেজ হয়ে ওঠে বুকের ওই দুঃখটা,
গুঞ্জণ করবেনা কেউ আর,  
খাঁ খাঁ করবে চিরচেনা সেই আমোদপূর্ণ ভীরু কক্ষটা
তোমা 'পরে চটবেনা কেউ আর।।  
কিভাবে এমন রসহীন বলো আমি থাকবো,
পারবোনা কিছুতে থাকতেই।।


প্রভাতের সেই ব্যস্ত সময়ে গুটি গুটি পায়ে তুমি আসবেনা
ঘড়ির কাটার দিকে চেয়ে চেয়ে সময়টা মোর যেন কাটবেনা
ভীরু আঁখি দুটি তব না দেখতে পেয়ে,
আঁধারে জীবন মোর প্রভাতেই যাবে ছেয়ে
মনে পড়ে যাবে অধিক আরো
তোমারে বাদল গগনে ঘন চমকাতেই।

পিছনের অথবা সামনের বেঞ্চিতে বসবেনা তুমি আর,
কেউবা এসে দখল নিবে সেই চির চেনা মায়া বেঞ্চিটার।
পরীক্ষার হলটাতে  বুঝি আর করবেনা কোলাহল,
হলেতে ঢুকতেই  বুকের ব্যথাটা আরো হয় যে প্রবল,
হঠাৎ করে সেই ব্যস্ত  ক্ষণে আরো কষ্টটা
বেড়ে গেছে কেউ মৃদু হাসতেই।