ওরে বুঝে-শুনে সঙ্গ ধরিস
তুই দেখে-শুনে পথরে চলিস
কণ্টক না ছুঁইস ভাবিয়া ফুল
সেই মহাভুলে আর বলিসনে রে
হায় একি করলাম? হায় হায় একি ভুল!


যে পথে তোর আছে কাঁটা,
যে নদীর শুধুই পড়ে ভাটা ,
সেই পথে তুই করিসনে গমন
ভাসাইও না নাও নিকট মরণ
দেখিয়া স্বচক্ষে রে মন
না যেন ফের দিতে হয় সে ভুলের মাশুল।  


তোর চঞ্চল হিয়া বাঁধিস
কৈলাসে নাহয় থাকিস!
তবু দুষ্টু অসুর সঙ্গী  হতে
বাঁচবি রে তুই,  সরল পথে
চলিস সদাই করিসনে জটিল
ত্রিশূলের আঘাতে চূর্ণ কুটিল
দিব্যচক্ষে একবার দেখে লও সে মূল।