এই যে পাখির মত মন -
তোমার আকাশ জুড়ে করে বিচরণ,
তুমি পারবে কী দূরে যেতে
তুমি পারবে কী ভুলে যেতে
মন চায় যখন-তখন?


তোমার সীমান্তের যেখানে শেষ,
সেখান থেকেই শুরু তার দেশ। --(২)
তুমি পারবে কী দূরে যেতে
তুমি পারবে কী ভুলে যেতে
মন চায় যখন-তখন?


তোমার গল্পের যদি শেষ হয়,
আমার এ মন  তবু কথা কয়। --(২)
তুমি পারবে কী দূরে যেতে
তুমি পারবে কী ভুলে যেতে
মন চায় যখন-তখন?