আমপাকা লাল লাল
সূয্যিটা আরও লাল
পূব দিশাতে লাল সূর্য উঠে,
উঠে গো,
দিঘির জলে শালুকফুল ফুটে।
ফুটে গো,
দিঘির জলে শালুকফুল ফুটে।
মহুলবনে মহুলতলায়
কে যেন বাঁশরী বাজায়,
ধিতাং ধিতাং মাদলের তাল উঠে
উঠে গো,
দিঘির জলে শালুকফুল ফুটে।
ফুটে গো,
দিঘির জলে শালুকফুল ফুটে।
বেড়ার ধারে বাঁশের বন
মুরগীগুলি যখন তখন,
পায়ে পায়ে রাঙা মাটি খুঁটে
খুঁটে গো,
দিঘির জলে শালুকফুল ফুটে।
ফুটে গো,
দিঘির জলে শালুকফুল ফুটে।
রাত পোহাতে না পোহাতে
দেখা হলো বঁধুয়ার সাথে,
সপোন দেখে নিঁদ গেল মোর টুটে
টুটে গো,
দিঘির জলে শালুকফুল ফুটে।
ফুটে গো,
দিঘির জলে শালুকফুল ফুটে।