ছড়ার গান-১
"এসো হে পঁচিশে বৈশাখ"  
কবি- লক্ষ্মণ ভাণ্ডারী


পূবের কোণে উঠলো রবি
রবি ঠাকুর প্রাণের কবি।


পঁচিশে বৈশাখ আসে তাই,
আনন্দের আর সীমা নাই।


গাছের ডালে গাইছে পাখি,
বনের টিয়া উঠলো ডাকি।


ফুল ফুটেছে ফুলের বনে,
বইছে নদী আপন মনে।


হে বিশ্বকবি! রবি ঠাকুর,
সঙ্গীতে তব মধুর সুর।


রবীন্দ্র গীতি সুরের গান,
আকুল করে সবার প্রাণ।


বাজলো বেণু মধুর সুরে,
কবির নাম জগৎ জুড়ে।


জাতির গর্ব বাঙালি জাত,
কবির সেরা রবীন্দ্রনাথ।


নাইকো কবি রবি সমান,
কবি স্মরণে ছড়ার গান।


জগৎ জুড়ে কবির নাম,
হে কবিগুরু! লহ প্রণাম।