আমার এ গান (গীতি-কবিতা)
আমার এ গান আকুল করা প্রাণ
জীবনে জাগায় চেতনা।
গানে আমার জীবন গানেতে মরণ
গানে পাই বাঁচার ঠিকানা।
... জীবনে জাগায় চেতনা।
আমার এ গান আকুল করা প্রাণ
জীবনে জাগায় চেতনা।
যত দিন বেঁচে রব আমি এই দুনিয়ায়,
গান লিখে যাব গীতি কবিতার পাতায়।
গান গাইতে পারি না একা,
তাই এই গীতিকবিতা লেখা,
গান আমার সান্তনা, গানে পাই প্রেরণা
আর পাই আমি সমবেদনা।
... জীবনে জাগায় চেতনা।
আমার এ গান আকুল করা প্রাণ
জীবনে জাগায় চেতনা।