রাসুলের দিন সত্য মানো
ডাকো সদাই আল্লা বলে ।
ভুল না মন কারো ভোলে ।।
খোদা প্রাপ্তি মূল সাধনা
রাসুল বিনা কেউ জানে না
জাহের বাতুন উপাসনা
রাসুল হইতে প্রকাশিলে ।।
অপরকে বুঝাইতে তামাম
করেন রাসুল জাহেরা কাম
বাতুনে মশগুল মুদাম
কারো কারো জানাইলে ।।
দেখাদেখি সাধিলে যোগ
বিপদ ঘটবে বাড়িবে রোগ
যে জনা হয় শুদ্ধ সাধক
নবিজির ফরমানে চলে।।
যেরূপ মুরশিদ সেইরূপ রাসুল
ইহাতে নেই কোন ভুল
সিরাজ সাঁই কয় লালন কি কুল
পাবি মুরশিদ না ভজিলে ।।