ভজনের নিগূঢ় কথা যাতে আছে।
ব্রহ্মার বেদ-ছাড়া ভেদ বিধান সে যে ।।


চার বেদে দিক নিরূপণ
অষ্ট বেদ বস্তুর কারণ
রসিক হইলে জানে সে জন
আর ঠাঁই মিছে ।।


অপরূপ সেই বেদ দেখি
পাঠক তার অষ্ট সখি
ষড়তত্ত্ব অনুরাগি
সে জেনেছে ।।


মুক্তিরাগ নাস্তি কর
ভক্তি পদ শিরে ধর
শক্তিসার তন্ত্র পড়
ঘোর যাক ঘুচে ।।


সাঁইর ভজন হেতু শূন্য
ঐ বেদ কি করে গণ্য
লালন কয় ধন্য ধন্য
যে তাই খোঁজে ।।