ভবে নামাজি হও যে জনা ।
নুক্তা চিনে কর ঠিকানা ।।


নুক্তার জন্ম হয় কিসে, এ কথা মানুষের কাছে
জের-জবর তসদিক দিয়ে, ভেজেছেন কোরানখানা
দ্বীনের নবী তার করেছেন মানে
অজ্ঞানীরা জানে না ।।


যার নুক্তা হয় নিরূপণ, দিয়ে প্রেমের দুই নয়ন
ঘড়ি ঘড়ি হচ্ছে নামাজ ঠিক আছে মন
নুক্তা নিরিখ ঠিক হলে
ওয়াক্ত নফল লাগবে না ।।


আল্লা বলে হাম, রাসুল তোমারই এই কাম
দশ হরফ বাতুন রেখে ভেজিলে কোরান
দশ হরফের মানে যে না জানে
লালন কয় সে ফকির না ।।