সর্বসাধন সিদ্ধ হয় তার ।
ভবে মানুষ গুরু নিষ্ঠা যার ।।


নদী কিংবা বিল বাওড় খাল
সর্বস্থলে একই এক জল ।
একা মেরে সাঁই ফেরে সর্ব ঠাঁই
মানুষে মিশিয়ে হয় বেদান্তর ।।


নিরাকারে জ্যোতির্ময় যে
আকার সাকার হইল সে ।
দিব্যজ্ঞানী হয়
তবে জানতে পায়
কলির যুগে হলেন মানুষ অবতার ।।


বহুতর্কে দিন বয়ে যায়
বিশ্বাসের ধন নিকটে পায় ।
সিরাজ সাঁই ডেকে বলে লালনকে
কুতর্কের দোকান খুলিস নে আর ।।