ভাল জল-ছেঁচা কল পেয়েছ মনা।
ডুবারু যেজন পায় সে রতন তোর কপালে ঢনঢনা।।


মান সরোবর নামটি তার
লালমতি আছে অপার
ডুবতে পারলে না;
ডুবতে যেয়ে খাবি খেয়ে
সুখটা বোঝ শেষখানা।।


ইন্দ্রদ্বারে কপাট দেয়
সেই বটে ডুবারু হয়
নইলে হবে না;
আপা ছেঁচা কাদা খচা
কী অদ্ভুতের কারখানা।।


জল ছেঁচে নদী শুকায়
কার বা এমন সাধ্য হয়
কে পায় পরশখানা;
লালন বলে ছন্দি পেলে
যায় সমুদ্দুর লঙ্ঘনা।।