তোমরা আর আমায় কালার কথা বল না।
ঠেকে শিখলাম গো কালো রূপ আর হেরবো না।।
পরলাম কলঙ্কের হার
তবু তো ও কালার
মন তো পেলাম না;
যেমন রূপ কালা
অমনি উহার মন কালা।।
প্রেমের কি এই শিক্ষে
বেড়ায় ব্যঞ্জন চেখে
লজ্জা গণে না;
ঘৃণায় মরে যাই
এমন প্রেম আর করবো না।।
যেমন চন্দ্রাবলি
অমনি রাখাল অলি
থাক সে দুইজনা;
শুনে রাধার বোল
লালনের বোল সরে না।।