তিন দিনের তিন মর্ম জেনে ।
রসিক সাধনে ধরে তারে
একই দিনে ।।


তিনশো ষাট রসের মাঝার
তিন রস গণ্য হয় রসিকার
এবার সাধিলে সে করণ এড়াবে সমন
এই ভুবনে ।।


অকৈতব ভেদের কথা
কইতে মর্মে লাগে ব্যথা
না কইলে জীবের দূর্গতি
কই সেই জন্যে ।।


অমাবস্যায় প্রতিপদ
দ্বিতীয়ার প্রথমে সে তো
লালন বলে তার আগমন
সেই যোগের দিনে ।।