তিল পরিমাণ জায়গাতে কী কুদরতিময়।
ঘরে একজন নাড়া জগৎ জোড়া
সেইখানেতে বারাম দেয় ।।
বলবো কী সে নাড়ার গুণ বিচার
চার যুগে রূপ নবকিশোর
আবার সেই দেশে নাই অমাবস্যা
দীপ্তকারে সদা রয় ।।
ভাবের নাড়া ভাব দিয়ে বেড়ায়
যে যা ভাবে তাই হয়ে দাঁড়ায়
ঘরে রসিক যারা বসিয়ে তারা
পেঁড়োর খবর পিড়েয় পায় ।।
শতদল সহস্রদলের দল
নাড়া ঠাকুর নাড়ছে বসে কল
ফকির লালন বলে জানবি কবে
কল খাটিয়ে নাড়া রয় ।।