ঠাহর নাই আমার মন-কাণ্ডারি।
বুঝি ঐ তির-ধারায় ডুবল তরী।।
একটি নদীর তিনটি ধারা
নাই কো তার কূল-কিনারা
বেগে তুফান ধায়, দেখে লাগে ভয়
ভাসায়েছি দিঙ্গে উপায় কী করি।।
যেমন মাঝি দিশেহারা
তেমনি দাঁড়িমাল্লা তারা
কে কোনদিকে ধায়, কেহ কারো বশ নয়
পারে যাওয়া কঠিন ভারি।।
তুমি হে আমার দয়াল হরি
এসে নৌকায় হও কাণ্ড্রারি
তব স্মরণ রয়ে, তরী ভাসায়ে
লালন বলে এখন বিপাকে মরি।।