তারে চিনবে কেরে এই মানুষে।
মেরে সাই ফেরে যে রূপে সে।।


মায়ের গুরু পুত্রের শিষ্য
দেখে জীবের জ্ঞান নৈরাশ্য
কি বা তার মনের উদ্দেশ্য
ভেবে বুঝা যায় কিসে।।


গোলকে অটলবিহারী
ব্রজপুরে বংশীধারী
হলো নদীয়াতে অবতারি
ভক্তরূপে প্রকাশে।।


আমি ভাবি সব নৈরেকার
কে গো ফেরে স্বরূপ আকার
সিরাজ সাই কয় লালন তোমার
কই হল রে সে-দিশে।।