তা কি মুখের কথায় হয় ।
চেতন হইয়া সাধন করো
রসিক মহাশয় ।।
আহল্লাদে পাখি ধরে রে
অমনি মতে ধরতে হয় রে
ও সে অনুরাগের আঠা দিয়ে
লাগাও গুরুর রাঙ্গা পায় ।।
কানাবগি থাকে রে যেমন
থাকতে হয় রে তেমন
ও সে চিলের মত ছোঁ মারিয়া
আপন বাসায় লইয়া যায় ।।
লালন ফকির ভেবে বলে
তা কি মুখের কথায় মেলে
ও সে দুই দেহে এক দেহ হলে
তবেই সে ধন পায় ।।