সত্য বল সুপথে চল
ওরে আমার মন ।
সত্য সুপথ না চিনিলে
পাবি নে মানুষের দরশন ।।


হরিদ্বার মহাজন যেজন
বাটখারাতে কম তারে কসুর করবে যম
গদিয়াল মহাজন যেজন
সে জন–বসে কেনে প্রেম রতন ।।


পরের দ্রব্য পরের নারী
হরন কোরো না
পাঁড়ে যেতে পারবে না
যত বার করিবে হরন
তোর তত বার হবে জনম ।।


লালন ফকির আসলে মিথ্যে
ঘুরে বেড়ায় তীর্থে তীর্থে
সই হলোনা একমন দিতে
আসলেতে হইলো কম ।।