সোনার মানুষ ভাসছে রসে
যে জেনেছে রসপান্থি সে
দেখিতে পায় অনায়াসে ।।
তিনশো ষাট রসের নদী
বেগে ধায় ব্রহ্মাণ্ড ভেদী ।
তার মাঝে রূপ নিরবধি
ঝলক দিচ্ছে এই মানুষে ।।
মাতা পিতার নাই ঠিকানা
অচিন দেশে বসত খানা।
আজগুবি তার আওনা যানা
কারণবারির যোগ বিশেষে ।।
অমাবস্যায় চন্দ্র উদয়
দেখতে যায় বাসনা হৃদয় ।
লালন বলে থেকো সদাই
ত্রিবেনীর ঘাটে বসে ।।