সহজ মানুষ
ভজে দেখনা রে মন দিব্যজ্ঞানে
পাবিরে অমূল্য নিধি বর্তমানে।।


ভজ মানুষের চরন দুটি
নিত্য বস্তু হবে খাঁটি
মরিলে সব হবে মাটি
ত্বরা এই ভেদ নাও জেনে।।


শুনি মলে পাবে বেহেস্ত খানা
আসলে তো মন মানেনা
বাকীর লোভে নগদ পাওনা
কে ছাড়ে ভুবনে।


সালাতুল মে রাজুল মোমেনিনা
জানতে হয় না মাঝের বেনা
বিশ্বাসী দের দেখাশুনা
লালন কয় এই ভুবনে।।