জমি করব আবাদ ঘটে বিবাদ
দুপুরে ডাকিনী পুষে ।
আমার সাধ মেটে না লাঙ্গল চষে
আমি সকল হারা হইলাম দিশে ।।
আমার পালে ছিল ৬টা এঢ়ে
দুটো কানা দুটো খোড়া
আর দুটা অলসে ।
তাদের ধাক্কা দিলে হুক্কা ছাড়ে
কখন যেন সর্বনাশে ।।
জমি করি পদ্ম বিলে
মন মাতাঙ্গ কাম সরিলে
জমি গেল খশে ।
জমির বাঁধ বুঝি আজ ভেঙ্গে গেল
কান্দি জমির আইলে বসে ।।
সইলে লোহার অস্ত্রখানি
ধার ওঠে না বসে গুনি
আমার কপাল দোষে ।
ফকির লালন বলে ঐ না পাগল দিলে
ঐ অস্ত্র কি আসবে বসে ।।