সাধ মেটেনা লাঙ্গল চষে
আমার, সাধ মেটেনা লাঙ্গল চষে
জমি করব আবাদ ঘটে বিবাদ
অবৈধ ডাকিনী পুষে ।
পালে আছ ৬টা এঢ়ে
দুটো কানা দুটো খোড়া
আর দুটা অলসে ,বাবা ।।
তাদের ধাক্কা দিলে হুক্কা ছারে
কখন যেন সর্বনাশে ।
জমি করি পধ্ম বিলে
মন মাতঙ্গ কাম সরিলে
জমি গেল খশে ,দেহ ।।
আমার বাদ বুনিয়াদ ভেসে গেল
কাজ- জমির কূলে বসে ।
সইলে লোহার অস্ত্রখানি
ধার ওঠে না দিন -রজনী
টান দিলে যায় খশে ,বাবা ।।
ফকির লালন কয় গো পাগল দিনে
সেই অস্ত্র কী আসে বসে ।।
আমি হারা হলাম তাই দিশে।।