পূর্ণচন্দ্র উদয় কখন কর মন বিবেচনা।
আগমে আছে প্রকাশে ষোলকলাই পূর্ণশশী
পনেরই পূর্ণমাসী শুনে মনের ঘোর গেল না।।
সাতাইশ নক্ষত্র সাঁইত্রিশ যোগেতে
কোন সময় চলে সাঁইত্রিশেতে
যোগের এমনি লক্ষণ, অমৃতফল স্থানে জানতো যদি দরিদ্রমন
অশুসার কিছু রইত না।।
পূর্ণিমার যোগাযোগ হলে, শুকনা নদী উজান চলে
ত্রিবেণীর পিছল ঘাটে নি:শব্দে বন্যা ছোটে
চাঁদ-চকোরের ভাটার চোটে
বাঁধ ভেঙ্গে যায় ততক্ষণা।।
নিচের চাঁদ রাহুতে ঘেরা, গগন চাঁদ কি পাব ধরা
যখন হয় রে অমাবস্যে, তখন চন্দ্র রয় কোন দেশে
লালন ফকির হারায় দিশে
চোখ থাকতে হয়ে কানা।।