সে প্রেমের বাড়ি কোথায়
বলো বিহারী ।
প্রেম প্রেম বলে করো কোর্ট কাচারি ।।
প্রেমের উৎপত্তি কিসে
শূন্য কি ভাণ্ড মাঝে
কোন প্রেমে ফিরে সে
অহর্নিশি ।।
কোন প্রেমে মাতাপিতা
খণ্ড করে জীবনাত্মা
না জেনে সেই প্রেমের কথা
গোলমাল করি ।।
কোন প্রেমে মা কালী
পদতলে মহেশ্বর বলি
লালন বলে ধন্য দেবী
জয় জয় হরি ।।