প্রেম জানো না প্রেমের হাটের বুলবুলা ।
তার কথায় দেখি ব্রহ্ম আলাপ
মন হলো ষোলকলা ।।
বেশ করে বৈষ্ণবগিরি
রস নাহি তার গুমর ভারি
হরি নামের ঢু ঢু তারি
তিনগাছি তার জপের মালা ।।
খান্দা বান্দা ভূত চালানি
সেইটা বটে গণ্য জানি
সাধুর হাটে ঘুসঘুসানি
কী বলিতে কী বলা।।
মন মাতোয়ারা মদনরসে
সদাই থাকে কামাবেশে
লালন বলে সকল মিছে
লব-লবানি প্রেমতালা।।