প্রাণ গৌররূপ দেখতে যামিনী ।
কত কুলের কন্যে, গোরার জন্যে
হয়েছে পাগলিনী ।।
সকাল বেলা যেতে ঘাটে
গৌরাঙ্গ রূপ উদয় পাটে
করুয়া ধারণ তার করেতে
কোটিতে ডোর-কোপিনী ।।
আনন্দ আর মন মিলে
কুল মজালে এই দু’জনে
তারা ঘরে রইতে না দিলে
করেছে পাগলিনী ।।
ব্রজে ছিল কালো ধারণ
নদেয় এসে গৌর বরণ
লালন বলে রাগের করণ
দরশনে রূপ ঝাপিনী ।।