পড় রে দায়েমি নামাজ এ দিন হল আখেরি।
মাশুক রূপ হৃদয়ে রেখে , আশেকের বাতি জ্বেলে দ্যাখে
কি বা সকাল কি বা বিকাল দায়েমিরি নাই অবধারী।।
সালেকের রাহাপনা, মজ্জবি হয় আশেক দেওয়ানা
আশেকে দেল করে ফানা, মাশুক বই অন্যে জানে না
আশাঝুলি লয়ে সে না মাশুকের চরণভিখারী।।
আইন দায়েমি কেফায়া যিন্নি, এই ফরজ জাত নিশানী
দায়েমি ফরজ আদায়, যে করে তার নাই জেতের ভয়
জাত ইলাহি ভাবে সদাই, মিশায়ে সে জাতে নূরি।।
আইনির অদেখা তরিক, দায়েমি বরজখ নিরিখ
সিরাজ সাই দরবেশের চরণ, ভেবে কয় ফকির লালন
দায়েমি নামাজি যে জন, শমন তার আজ্ঞাকারী।।