পড় ইবনে আবদুল্লা ।
পড়িলে যাবে জীবের মনের ময়লা ।।
একরাহু বিসমে রাব্বেকা
আছে সুরা ত্রিশ পারা
নবিজি তা পড়ে না
জিবরাইল তা শোনে না
খেলাফত দিলেন স্বয়ং খোদাতালা ।।
হেরা পর্বত গুহাতে
দীনের নবি বসেছিলেন মোসাহেদাতে
জিবরাইল হয়ে হাজির
মোহর নবুয়ত দিলেন খোদা তায়ালা ।।
নবির পৃষ্ঠে মোহর নবুয়ত রয়
আশেকেতে আক্কাস দেখে
ভক্তগণকে কয়
লালন বলে এ ভেদ জানলে
যাবে মনের ত্রিতাপ জ্বালা।।