প্যারী ক্ষমো অপরাধ আমার ।
তোমার মান-তরঙ্গে করো পার ।।


তুমি রাধে কল্পতরু
প্রেম রস ভাবের গুরু
তুমি ছাড়া অন্য কারো
না জানি জগতে আর ।।


পূর্বরাগ অবধি যারে
আশ্রয় দিলে নৈরাকারে
কিঞ্চিত দোষে এ দাসেরে
ত্যাজিলে পৌরুষ তোমার ।।


ভালমন্দ যতই করি
তবু প্রেমদাস তোমারি
লালন বলে বিনয় করি
হরির ঋণ করলে স্বীকার ।।