পারে কে যাবি তোরা আয় না জুটে ।
নিতাই চাঁন হয়েছে নেয়ে
ভবের হাটে ।।


হরি নামের তরী আর
রাধা নামের বাদাম তাঁর ।
পারে যেতে ভয় কিরে আর
নায়ে উঠে ।।


নিতাই বড় দয়াময়
পারের কড়ি নাহি লয় ।
এমন দয়াল মিলবে কি আর
এই ললাটে ।।


ভাগ্যবান যেই ছিল
সেই তরীতে পার হলো ।
লালন ঘোর তুফানে পইলো
ভক্তি পটে ।।