যাও না ছেড়ে জ্বরামৃত্যু নাই যে দেশেতে ।
পারনি হেতু সাধন করিতে ।।
নিহেতু সাধক যারা
জবান খাঁটি করণ খাড়া
উপসর্গ কাটিয়ে তারা
চলেছে পথেতে ।।
মুক্তির পথ ত্যাজিয়ে সদাই
ভক্তির পদ রেখে হৃদয়
শুদ্ধ ভাবের প্রেমের উদয়
সাঁই রাজি যাতে ।।
সমঝে সাধন কর ভবে
এবার গেলে আর নাহি পাবে
লালন বলে ঘুরতে হবে
লক্ষ যোনীতে ।।