পাপধর্ম যদি পূর্বে লেখা যায়।
কর্মে লিখন কাজ করিলে দোষগুণ কী হয়।।


রাজার আজ্ঞায় দিয়ে ফাঁসি
ফাঁসিকার হয় গো দোষী
জীব করায় সব নরকবাসী
খোদ কি দয়াময়।।


শুনতে পাই সাধু সমাচার
পূর্বে থাকলে পরে হয় তার
পূর্বে না থাকিলে এবার
তাহার কী আশায়।।


কর্মের দোষ কি কাজকে দোষাই
কোন্‍ কথাটি গিরে দেই ভাই
লালন বলে আমার বোধ নাই
শুধাবো কোথায়।।