ঐ কালার কথা কেন বলো আজ আমায় ।
যার নাম শুনিলে আগুন জ্বলে
অঙ্গ মোর জ্বলিয়া যায় ।।
তুমি বৃন্দে নামটি ধরো
জলে অনল দিতে পারো
রাধারে ভোলাতে তোমার
এবার বুঝি কঠিন হয় ।।
যে কৃষ্ণ রাধার অলি
তারে ভোলায় চন্দ্রাবলী
এ কথা আর কারে বলি
ঘৃণায় আমার জীবন যায় ।।
বহু হাঁড়ির ব্যাঞ্জন চাখা
রাই বলে ধিক তারে দেখা
লালন এবার হলো বাঁকা
সোজা হবে মানের দায় ।।