ঐ গোরা কি শুধুই গোরা
ওগো নাগরী ।
দেখ দেখ চেয়ে দেখ
সেই শ্রীহরি ।।


শ্যাম অঙ্গে গৌরাঙ্গ মাখা
নয়ন দুটি আকাঁ-বাঁকা
মনে যারে হয় দেয় সে দেখা
বুঝি শ্রীহরি ।।


না জানি কোন ভাব লয়ে
এসেছে শ্যাম গৌর হয়ে
কয়দিনে বা রাখবে ধরে
রূপের মাধুরী ।।


যে হোক সে হোক নাগরা
করবে কুলের কুল ছাড়া
লালন বলে দেখলো যারা
সৌভাগ্য তারি ।।