ওগো রাই, রাইসাগরে নামলো শ্যামরায় ।
তোরা ধর গো হরি ভেসে যায় ।।
রাইপ্রেমের তরঙ্গ ভারি
তাতে ঠাঁই দিতে কি পারবেন হরি
তাই ছেড়ে রাজস্ব প্রেমে উদাস্য
কৃষ্ণের চিনতায় কানথা ওড়ে গায় ।।
চার যুগেরও কেলে সোনা
তবু রাধার দাস হলো না
যদি হইতো দাস যেত অভিলাষ
তবে কেন আসবে নদীয়ায় ।।
তিনটি বাঞ্ছা অভিলাষ করে
হরি জন্ম নিলে শচীর ঘরে
সিরাজ সাইর চরণ ভেবে কয় লালন
সে ভাব জানায় ।।