ও তোর ঠিকের ঘরে ভুল পড়েছে মন ।
কী সে চিনবি রে মানুষরতন ।।


আপন খবর নাই আপনারে
বেড়াও পরের খবর করে
একবার, আপনারে চিনলে পরে
অপরকে চেনা যায় তখন ।।


ছিলি কোথা এলি হেথা
খবর কিছু হলো না তা
কী বুঝে মুড়ালি মাথা
পথের নাহি রে অন্বেষণ ।।


যারে সাথে লয়ে এলি
তারে আজ কোথায় হারালি
সিরাজ সাঁই কয় পেট শাখালি
তাই লয়ে পাগল লালন ।।