ও মন কর সাধনা মায়ায় ভুল না
নইলে আর সাধন হবে না ।।
সিংহের দুগ্ধ স্বর্ণপাত্রে রয়
মেটেপাত্রে দিলে ও মন কেমন দেখায়
মনপাত্র হলে মেটে, কী করবি কেদে কেটে
আগে কর সেই পাত্রের ঠিকানা ।।
চেতনগুরুর সঙ্গে কর ভগ্নাংশ শিক্ষা
বীজগণিতে পূর্ণমান হবে তাতে পাবি রক্ষা
মনমতি ভাল হও, দীক্ষা-শিক্ষা লও
ও মানুষ অংক কষতে যেন ভুল কর না ।।
বাংলা শিক্ষা কর মন আগে
ইংরাজিতে মন তোমার রাখ বিভাগে
বাংলা না শিখিয়ে, ইংরাজিতে মন দিয়ে
লালন বলে করছ পাসের ভাবনা ।।