দ্বীনের ডঙ্কা বাজে এবার
শহর মক্কা মদিনে ।
আয় গো যাই নবীর দ্বীনে ।।


অমূল্য দোকান খুলেছেন নবী -
যে ধন চাইবি সে ধন পাবি ।
বিনা কড়ির ধন সেধে দেয় এখন -
না লইলে আখেরে পস্তাবি মনে ।।


তরিক দিচ্ছেন নবী জাহের বাতেনে
যথাযোগ্য লায়েক জেনে ।
রোজা আর নামাজ ব্যাক্ত এহি কাজ -
গুপ্তপথ মিলে ভক্তির সন্ধানে ।।


নবীর সঙ্গে ইয়ার ছিল চারিজন
চারকে দিলেন চারমতে যাজন ।
নবী বিনে পথে - গোল হল চারমতে
লালন বলে যেন সেই গোলে পড়িস নে ।।