নবি একি আইন করলেন জারি।
পিছে মারা যায় আইন সাধভাষা ভারি।।


শরিয়ত আর মারফত আদায়
নবির আইন দুই হুকুম সদাই
শরা, নবুয়ত, বিলায়েত, মারফত
জানতে হয় গভীরি।।


নবুয়তে অদেখা ধিয়ান
বিলায়েতে রূপে নিশান
নজর এক দিক যায়, আরেক দিক আঁধার হয়
দুই রূপ কিরূপে ঠিক করি।।

শরাকে সরপোষ লেখা যায়
বস্তু মারফত ঢাকা আছে তায়
সরপোষ থুই তুলে কি দিই ফেলে
লালন বস্তু-ভিখারী।।