আসমানে যার চাঁদ-চকোরা
কেমন করে মিলন হয় ।
নিচে পদ্ম উদয় জগতময় ।।


নিচের পদ্ম দিবসে মুদিত হয়
আসমানে যার চন্দ্র উদয়
তারা দুয়েতে হয় যুগল আত্মা
লক্ষ যোজন ছাড়া রয় ।।


চন্দ্র পদ্ম কান্ত শান্ত সে
সবার সঙ্গে রসরঙ্গে যোগে বসে রয়েছে
যেমন মালি সাজিয়ে ডালি
দরজা খুলে বসে রয় ।।


গুরু পদ্ম হলে শিষ্য চন্দ্র হয়
শিষ্য পদ্মে গুরু আবদ্ধ রয়
লালন বলে এই রূপ হলে
যুগল আত্মা জানা যায় ।।