আমি মূল হারালাম লাভ করতে এসে
দিলাম ভাঙ্গা নায় বোঝাই ঠেসে ।।
জলুই খসা গলুই ভাসা
বরাবরই এমনি দশা
গাবকালিতে যায় না কসা
হারা হলাম সেই দিশে ।।
কত ছুতোর ডেকে আনি
সারতে এই ভাঙ্গা তরণী
এক জায়গা খোঁচ গড়তে অমনি
আর এক জাগা যায় খসে ।।
যে ছুতোরের নৌকা গঠন
তারে যদি পেতাম এখন
লালন বলে মনের মতন
সারতাম নৌকা তার কাছে ।।