মওলা বলে ডাক রসনা
গেল দিন ছাড় বিষয় বাসনা।।


যেদিনে সাঁই হিসাব নেবে
আগুন পানির তুফান হবে
এ বিষয় তোর কোথা রবে
একবার ভেবে দেখনা।।


সোনার কুঠুরি কোঠা রে মন
সোনার খাট পালঙ্কে শয়ন।
শেষে হবে সব অকারণ
সার হবে মাটির বিছানা।।


ইমান ধন আখেরের পুঁজি
সে ঘরে দিলে না কুঞ্জি।
লালন বলে হারলে বাজি
শেষে কাঁদলে সারবে না।।