মনের নেংটি এঁটে করো রে ফকিরী ।
আমানতের ঘরে যেন হয় নারে চুরি ।।


এদেশেতে দেখি সদায়
ডাকিনী যোগিনীর ভয় ।
দিনেতে মানুষ ধরে খায়
থেকো হুঁশিয়ারী ।।


বারে বারে বলি রে মন
করো রে আত্মসাধন ।
আকর্ষণে দুষ্ট দমন
করো ধরি ধরি ।।


কাজ দেখি ধড়ফড়ে
নেংটি তোমার নড়বড়ে ।
খাটবে নারে লালন ভেড়ে
টাকশালে চাতুরী ।।