মধুর দেল দরিয়ায় ডুবে করো ফকিরি ।
ছাড় ফিকিরি করো ফকিরি
হলো দিন আখেরি ।।
খোদার তত্ত্ব দেল যথায়
কোরানে বলেছেন আপে খোদ খোদায় ।
আজাজিলের পর হলো খাতা
না বুঝে দেল গভীরি ।।
আগে জানতে হয় সে দেলের চৌদ্দ ঘর
আঠারো মোকাম চারিতে বিচার ।
লা মোকামে সিংহাসন তার
মাওলার নিজ আসন সেই পুরী ।।
দেলদরিয়ায় ডুবারু যেজন হয়
আলখানার ভেধ সেহি জানতে পায় ।
আলে আজব কাম দ্বিদলে বারাম
ফকির লালন খোঁজে বাহিরই ।।