নিগুম বিচারে সত্য তাই গেলো জানা
মায়েরে ভজিলে হয় তার বাবার ঠিকানা ।।
নিগম খবর নাহি জেনে
কে বা সে মায়েরে চেনে ।
যার উপরে দুনিয়ার ভার
দিলেন রব্বানা ।।
পুরুষ পরওয়ারদিগার
অঙ্গে আছে প্রকৃতি তার ।
প্রকৃতি, প্রকৃতি সংসার
সব গেলো জানা ।।
ডিম্বর ভিতর কে বা ছিল
বাহির হইয়া কারে দেখিল ।
লালন বলে ভেদ কে পেল
ঘুচলো দিনকানা ।।