মানুষ ভজলে সোনার মানুষ হবি ।
মানুষ ছাড়া খেপারে তুই
মুল হারাবি ।।
দ্বিদলে আর মৃনালে
সোনার মানুষ জ্বলে
মানুষ গুরুর কৃপা হলে
জানতে পাবি ।।
মানুষে মানুষ গাঁথা
দেখ না যেমন আলেক লতা
জেনে শুনে মুড়াও মাথা
জাত তরবি ।।
মানুষ ছাড়া মনরে আমার
দেখবি যে সব স্বর্ণকার
লালন বলে মানুষ আকার
ভজলে পাবি ।।