মানুষ মানুষ সবাই বলে।
আছে কোন মানুষের বসত কোন দলে।।


অযোনী সহজ সংস্কার
তারে কি সন্ধানে সাধবো এবার।
বড় অগম্ভু মানুষ লীলে সে মানুষ লীলে।।


সংস্কার সাধন নাহি জানি
কোথায় পাই সহজ কোথায় অযোনী।
বেড়াই গোলে হরিবোল বলে
গোলে হরিবোল বলে।।


তিন মানুষের করণ বিচক্ষন
তারে জানলে হবে এক নিরূপণ।
অধীন লালন প’লো গোলেমালে মহা গোলমালে।।