কুলের বউ ছিলাম ভাড়ি
হলাম নারী ন্যাড়ার সাথে,
ন্যাড়ার সাথে হয়ে নারী
পরনে পরেছি ডুরি ।
দেবো না আর রাঁচির গুঁড়ি
বেড়াবো চৈতন্যে পটে ।।


ভাবের নারী ভাবের ন্যাড়া
কুল জমানো জগত জোড়া ।
করণ তাহার কৃষ্টি ছাড়া
বিধির ফাঁড়া কাটবে যাতে ।।


আইতে ন্যাড়া যাইতে ন্যাড়া
কেবল দুদিন হুড়ো জোড়া ।
লালন কয় আসল গোড়া
জেনেও হয় মাথা মুড়াতে ।।